বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে চেয়ারম্যানের সহায়তায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ উঠেছে। এ ইউনিয়নে অন্তত ৩৫-৪০ জন রোহিঙ্গা ভোটার রয়েছেন। তারা এলাকায় বসতি স্থাপন করে বসবাস করছেন। তাদের কেউ কেউ ওই এলাকায় বিয়ে করে স্থায়ী হয়েছেন। অভিযোগ রয়েছে, রোহিঙ্গাদের এসব কাজে সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন, রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়টি আমি জেনেছি। কীভাবে তারা ভোটার হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। চকরিয়া ইউএনও সৈয়দ শামুসল তাবরীজ বলেন, রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয় তদন্ত করা হবে। এতে কারও সম্পৃক্ততার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত ৩৫-৪০ জন রোহিঙ্গা ভোটার হয়েছেন। ইতিপূর্বে তারা ভোটও দিয়েছেন। পেয়েছেন স্মার্ট কার্ড।

সর্বশেষ খবর