বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শ্রীনগরে দুই শিশু সন্তানসহ মা দগ্ধ, এক শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতবাড়িতে অগ্নিকান্ডে দুই শিশু সন্তানসহ দগ্ধ হয়েছেন এক নারী। তাদের হাসপাতালে নেওয়ার পথে আয়াত (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশু আয়েশা (৪) ও তার মা খাদিজাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কুকুটিয়া মৃধা বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে স্থানীয় ব্যবসায়ী বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলায় অগুন ধরে যায়। এ সময় বাপ্পি বাইরে থাকলেও দুই সন্তানসহ ঘরে অবস্থান করছিলেন তার স্ত্রী খাদিজা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্লাটে ছড়িয়ে পড়ে। খাদিজার চিৎকারে অন্য বাসার লোক এবং প্রতিবেশীরা এসে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।        -মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১০ মাসে ৪৭১৬ যানবাহন আটক

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে থ্রি হুইলারবিরোধী অভিযানে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গত জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে ৪৭১৬টি যানবাহন আটকের পর মামলা করেছে। এসব মামলায় জরিমানার ১ কোটি লাখ ২৯ লাখ ৬০ হাজার টাকা জমা হয়েছে সরকারি কোষাগারে। মামলার মধ্যে বেশির ভাগই থ্রি হুইলার, ইজিবাইক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, হাই কোর্টের নির্দেশনায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মহাসড়কে সিএনজি, লেগুনা, অটোরিকশা, ভটভটি, নছিমন করিমন ও ইজিবাইকসহ থ্রি হুইলার চলাচল দন্ডনীয় অপরাধ। এ সব যানবাহন মহাসড়কে পেলে মামলা দিয়ে নির্দিষ্ট পরিমাণ জরিমানা ইউক্যাশের মাধ্যমে আদায়ের ১৫ দিন পর ছেড়ে দেই।

                -নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর