শিরোনাম
রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

কাদাপানিতে একাকার সড়ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কাদাপানিতে একাকার সড়ক

কাদাপানিতে একাকার হয়ে গেছে সরাইল উপজেলার শাহজাদাপুর-মলাইশ পর্যন্ত তিন কিলোমিটার সড়ক। দেখে বোঝার উপা নেই এটি সড়ক নাকি চাষের জমি। জানা যায়, বৃষ্টি হলেই রাস্তাটি কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এ সময় উপজেলার সঙ্গে যোগাযোগের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। তখন স্থানীয় শাহজাদাপুর, নিয়ামতপুর ও ধাউড়িয়া গ্রামের ২০ হাজার মানুষ পড়েন ভোগান্তিতে। স্বাধীনতার ৫০ বছরেও রাস্তাটি পাকা না হওয়ায় হতাশ এলাকাবাসী। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে জমে আছে পানি। স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই কাদায় আটকে যায় সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য যানবাহন। যাত্রীদের ঠেলতে হয় গাড়ি। এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন শিশু, বৃদ্ধ, রোগী, শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। বর্ষার সময় যেমন দুর্ভোগ তেমনি শুকনো মৌসুমে ধুলায় নাকাল হন পথচারীরা। সরাইল উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, এ সড়কের কাজের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর