বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

পৃথক আগুনে পুড়েছে ঝুটের ১৪ গুদাম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুটি পৃথক আগুনে ১৪টি ঝুটের গুদাম মালামালসহ পুড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের মাঝুখান ও কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গতকাল সকাল সাড়ে ৫টার দিকে পুবাইল থানাধীন মাঝুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী অন্যান্য ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের তিনটি, গাজীপুর সদর (জয়দেবপুর) স্টেশনের একটি ও রাজধানীর উত্তরা স্টেশনের একটিসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকাল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ঝুটের ১৩টি গুদাম মালামালসহ পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে একইদিন সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল স্টেশনের মোট চারটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে দুপুর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের উভয় ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

 

সর্বশেষ খবর