বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ড্রাম থেকে নারীর লাশ উদ্ধার ৫ বছর পর রহস্য উন্মোচন

গাজীপুর প্রতিনিধি

ড্রাম থেকে নারীর লাশ উদ্ধার ৫ বছর পর রহস্য উন্মোচন

গাজীপুরের আবাসিক হোটেলের স্টোর রুমে লুকিয়ে রাখা ড্রামের ভিতর থেকে এক অজ্ঞাত নারীর (২৫) লাশ উদ্ধারের প্রায় ৫ বছর পর রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় ওই নারীকে খুন করে মাটিতে পুঁতে রাখার জন্য লাশ ড্রামে লুকিয়ে রেখেছিল ওই হোটেলের মালিক ও কর্মচারীরা। এ ঘটনায় জড়িত হোটেলের ৩ কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- জিয়াউর রহমান ওরফে সুমন (৪৫), কামরুল হাসান সবুজ (৩৮) এবং আমির হোসেন ফকির (৩৩)। তারা সবাই গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকাস্থিত বৈশাখী আবাসিক হোটেলের কর্মচারী। গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ২০১৮ সালের ১৯ এপ্রিল জেলার সদর উপজেলার হোতাপাড়া এলাকাস্থিত বৈশাখী আবাসিক হোটেলের নিচতলার জেনারেটর রুমে লুকিয়ে রাখা একটি ড্রামের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করে পুলিশ। থানা পুলিশ প্রায় ৩ বছর মামলাটি তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতে না পেরে আদালতে চূড়ান্ত রিপোর্ট ‘সত্য’ দাখিল করে। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলাকে নির্দেশ প্রদান করেন। পিবিআইর তদন্তকালে তদন্ত কর্মকর্তা এস আই মো. জামাল উদ্দিন তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সুমনকে ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে এবং আমিরকে মুন্সীগঞ্জের বাড়ি থেকে ও সবুজকে একই জেলার মালখানাগর চৌরাস্তা এলাকার থেকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করেন।

সর্বশেষ খবর