মেঘনা নদীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপচর মদনপুর ইউনিয়নের গ্রাহকরা দেড় মাসের বেশি সময় অন্ধকারে রয়েছেন। স্থানীয়দের ধারণা, মেঘনা নদী দিয়ে যাওয়া পণ্যবাহী বার্জ বা জাহাজ যাওয়ার সময় নোঙ্গর ফেলায় ছিঁড়ে গেছে সাবমেরিন ক্যাবল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কয়েক দফা চেষ্টার পরও মদনপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। স্থানীয় গ্রাহকরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় চলতি বছরের শুরুর দিকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সদর উপজেলার দ্বীপচর মদনপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে চরের কয়েক হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা পান। তাদের জীবনযাত্রার মান পাল্টে যেতে শুরু করে। দুই মাস যেতে না যেতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ক্যাবলে সমস্যা হয়েছে। তাই বিদ্যুৎ সাপ্লাই বন্ধ আছে। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, মেঘনার মদনপুর চ্যানেল দিয়ে প্রতিদিন পণ্যবাহী শত শত বার্জ, জাহাজ যাতায়াত করছে। শীতের সময় নদীতে পানি কম থাকায় জাহাজগুলো নোঙ্গর ফেলে ক্যাবলের ক্ষতি করতে পারে এমন আশঙ্কা থেকে ওই এলাকা দিয়ে যাওয়া জলযানগুলোকে চিঠি দিয়ে এবং মাইকিং করে শতর্ক করা হয়। কিন্তু বর্ষায় নদীতে পানি বেশি থাকায় ক্ষতির আশঙ্কা ছিল না। তারপরও ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলতাফ হোসেন জানান, চলতি বছরের শুরুর দিকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী মদনপুর চরে বিদ্যুৎ পৌঁছানো হয়। সেখানে ৭৪১ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। নদীর তলদেশ দিয়ে নেওয়া তিনটি ক্যাবলই ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ২৩ জুন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। জিএম আরও জানান, ইতোমধ্যে ক্যাবল সারানোর জন্য তিনটি টিম এসেছিল। ক্যাবল সারানো সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব আরও উচ্চপর্যায়ের টিম এনে ত্রুটি সারিয়ে মদনপুরে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- তাইপেকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ভারত
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
ছিঁড়ে গেছে সাবমেরিন ক্যাবল
দেড় মাস অন্ধকারে মদনপুর
ভোলা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর