মেঘনা নদীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপচর মদনপুর ইউনিয়নের গ্রাহকরা দেড় মাসের বেশি সময় অন্ধকারে রয়েছেন। স্থানীয়দের ধারণা, মেঘনা নদী দিয়ে যাওয়া পণ্যবাহী বার্জ বা জাহাজ যাওয়ার সময় নোঙ্গর ফেলায় ছিঁড়ে গেছে সাবমেরিন ক্যাবল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কয়েক দফা চেষ্টার পরও মদনপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। স্থানীয় গ্রাহকরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় চলতি বছরের শুরুর দিকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সদর উপজেলার দ্বীপচর মদনপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে চরের কয়েক হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা পান। তাদের জীবনযাত্রার মান পাল্টে যেতে শুরু করে। দুই মাস যেতে না যেতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ক্যাবলে সমস্যা হয়েছে। তাই বিদ্যুৎ সাপ্লাই বন্ধ আছে। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, মেঘনার মদনপুর চ্যানেল দিয়ে প্রতিদিন পণ্যবাহী শত শত বার্জ, জাহাজ যাতায়াত করছে। শীতের সময় নদীতে পানি কম থাকায় জাহাজগুলো নোঙ্গর ফেলে ক্যাবলের ক্ষতি করতে পারে এমন আশঙ্কা থেকে ওই এলাকা দিয়ে যাওয়া জলযানগুলোকে চিঠি দিয়ে এবং মাইকিং করে শতর্ক করা হয়। কিন্তু বর্ষায় নদীতে পানি বেশি থাকায় ক্ষতির আশঙ্কা ছিল না। তারপরও ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলতাফ হোসেন জানান, চলতি বছরের শুরুর দিকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী মদনপুর চরে বিদ্যুৎ পৌঁছানো হয়। সেখানে ৭৪১ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। নদীর তলদেশ দিয়ে নেওয়া তিনটি ক্যাবলই ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ২৩ জুন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। জিএম আরও জানান, ইতোমধ্যে ক্যাবল সারানোর জন্য তিনটি টিম এসেছিল। ক্যাবল সারানো সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব আরও উচ্চপর্যায়ের টিম এনে ত্রুটি সারিয়ে মদনপুরে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
ছিঁড়ে গেছে সাবমেরিন ক্যাবল
দেড় মাস অন্ধকারে মদনপুর
ভোলা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর