শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বেতানি বিলের পদ্মফুলে বিমোহিত দর্শনার্থী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় বেতানি বিলের পদ্মফুল দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের। এই পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই আসছেন অনেকে। এই পদ্মবিলকে বেতানি পদ্মবিল ডাকে স্থানীয়রা।  কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশেই এর অবস্থান। রংপুর জেলা শহর  থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে এ বিল ইতোমধ্যে ‘পদ্মবিল’ হিসেবে পরিচিতি পেয়েছে। বিলের অধিকাংশ জমিতে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে। পুরো বিল এখন গোলাপী আর সাদা পদ্মে ভরে উঠেছে। জানা যায়, পদ্ম কন্দ জাতীয় ভূ-আশ্রয়ী বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ। এর বংশবিস্তার ঘটে কন্দের মাধ্যমে। পাতা জলের ওপর ভাসলেও এর কন্দ বা মূল জলের নিচে মাটিতে থাকে। জলের উচ্চতা বাড়ার সঙ্গে গাছ বৃদ্ধি পেতে থাকে। পাতা বেশ বড়, পুরু, গোলাকার ও সবুজ। ফুলের ডাটার ভিতর অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে। ফুল আকারে বড় এবং অসংখ্য নরম  কোমল পাপড়ির সমন্বয়ে সৃষ্টি। ফুটন্ত তাজা পদ্মফুলে মিষ্টি সুগন্ধ থাকে। ফুল ফোটে রাতে।

সর্বশেষ খবর