শিরোনাম
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বালু উত্তোলন বন্ধে গ্রামবাসীর বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বালু উত্তোলন বন্ধে গ্রামবাসীর বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তিন গ্রামের বাসিন্দারা বৈঠক করেছেন। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর পুরাতন চকবাজারে রাজাপুর, সিঙ্গাপুর ও চরকাকরিয়া গ্রামবাসী গত শুক্রবার সন্ধ্যায় এ বৈঠক করেন। বৈঠকে দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাজাপুর এলাকার মেঘনার পশ্চিমপাড়ে নদীরক্ষা বাঁধ নির্মাণ কাজ চলমান। অন্যদিকে ওই এলাকায় মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একদিকে নদীরক্ষা বাঁধ অন্যদিকে অবৈধ বালু উত্তোলন দুটি একসঙ্গে চলতে পারে না। বালু উত্তোলনের কারণে রাজাপুর, সিঙ্গাপুর, চরকাকরিয়া গ্রামে আবার নতুন করে ভাঙন দেখা দিতে পারে।

সর্বশেষ খবর