শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রতিবন্ধীর ভাতা ইউপি সদস্যের পকেটে

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আবুল হোসেনের বাকপ্রতিবন্ধী ছেলে আবুল বাশারের ভাতা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের পকেটে। এর প্রতিবাদে প্রতিবন্ধী আবুল বাশার তার স্ত্রী ও ছয় বছরের শিশু সন্তান নিয়ে গতকাল সকালে বামনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামী বাকপ্রতিবন্ধী। তার প্রতিবন্ধী কার্ড অফিসে জমা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে নেন ইউপি সদস্য। উপজেলা সমাজসেবা অফিসে এসে তিনি স্বামীর বিকাশ নম্বর না দিয়ে তার (ইউপি সদস্য) ছেলের নম্বর দেন। ওই নম্বরে আমার স্বামীর টাকা এলে ইউপি সদস্য তুলে আত্মসাৎ করেন। তিনি আরও বলেন, আমার স্বামীর ভাতা না পেয়ে প্রায় ১ বছর ধরে মেম্বারের কাছে কথা বললে তিনি জানান, অপেক্ষা কর সমস্যা আছে, পাবা আনে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বারের ছেলে রানার বিকাশ নম্বরে এক বছর ধরে ভাতার টাকা আসছে। আমরা লেখাপড়া জানি না। আমাদের সঙ্গে প্রতারণা করে মেম্বার ভাতার টাকা খেয়ে ফেলল? উপজেলা সমাজসেবা অফিসার মিজান সালাউদ্দীন বলেন, প্রতিবন্ধী আবুল বাশার অফিসে আসলে আমি যাচাই-বাছাই করে দেখি তার বিকাশ নম্বরে টাকা না গিয়ে অন্য নম্বরে এক বছর ধরে টাকা যাচ্ছে। এ ব্যাপারে তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি।

 

সর্বশেষ খবর