হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ওয়ালিদ খান (১৯) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে এ দণ্ডাদেশ দেন। জানা যায়, কিছুদিন ধরে বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের ওয়ালিদ খান উপজেলা সদরের দি-লিটন ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের সামনে ও আশপাশে ক্লাস চলাকালে ঘোরাঘুরি ও ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। গতকাল স্কুলে কোচিং চলার সময়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় স্কুল কর্তৃপক্ষ ওয়ালিদকে আটক করে বাহুবল থানায় খবর দেন।