বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারত থেকে ফিরলেন ২৬ বাংলাদেশি জেলে

বেনাপোল প্রতিনিধি

তিন মাস পর ভারত থেকে দেশে ফিরলেন ২৬ বাংলাদেশি জেলে। গতকাল বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পাসে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন বাংলাদেশি এসব জেলে।

সমুদ্রে ভাসতে ভাসতে ভারত সীমান্তে গেলে তাদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড সদস্যরা।

সর্বশেষ খবর