সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে আত্মহত্যার ঘটনা। বয়স্ক থেকে শুরু করে এ তালিকায় শিশুরাও রয়েছেন। পারিবারিক কলহ, প্রেমের কারণ ও অভিমানে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে। গত দুই মাসে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। গত ১৯ নভেম্বর চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের জয়গুন বেগম (৩৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়গুন বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী রাসেল খানের স্ত্রী। সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। জয়গুন বেগমের দুই সন্তান রয়েছে। বড় মেয়ে নাদিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও ছেলে তামিমের বয়স সাত বছর। ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকা থেকে গত ৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তন্ময় বিশ্বাস (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। তন্ময় বিশ্বাস উত্তর টেপাখোলা এলাকার শ্যাম বিশ্বাসের ছেলে। বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। সালথা উপজেলার বড়দিয়া এলাকা থেকে ফিরোজ মাতুব্বর (২৪) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। গত ২ নভেম্বর সকালে সালথা থানা পুলিশ বাড়ির পাশের মেহগনি বাগান থেকে ফিরোজের গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করে। ফিরোজ বড়দিয়া গ্রামের ইউসুফ মাতুব্বরের ছেলে। পরিবারের দাবি, ফিরোজ ধারদেনা করে ওমান গিয়েছিল। সেখান থেকে তিন মাস পর বাড়িতে চলে আসে। বিভিন্ন জনের কাছ থেকে ধার নেওয়া টাকা দিতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে। ৮ নভেম্বর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া ট্রলার ঘাটের কাছে একটি গাছ থেকে সুজন খালাসী (৪০) নামের আরও এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন খালাসী সদরপুরের চর নাসিরপুর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের হযরত খালাসীর পুত্র। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। জেলার নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা এলাকার হালিম মাতুব্বরের মেয়ে বীনা আক্তার (২১) নিজ বাড়ির একটি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে ৯ নভেম্বর বিকালে। প্রেমিকের সঙ্গে অভিমান করে এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানান তার স্বজনেরা। এদিকে, একই দিন সকালে সালথা উপজেলার গট্রি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের কানাইলাল রায়ের একমাত্র ছেলে হৃদয় রায় (১৬)। সে ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শিরোনাম
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন