সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে আত্মহত্যার ঘটনা। বয়স্ক থেকে শুরু করে এ তালিকায় শিশুরাও রয়েছেন। পারিবারিক কলহ, প্রেমের কারণ ও অভিমানে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে। গত দুই মাসে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। গত ১৯ নভেম্বর চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের জয়গুন বেগম (৩৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়গুন বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী রাসেল খানের স্ত্রী। সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। জয়গুন বেগমের দুই সন্তান রয়েছে। বড় মেয়ে নাদিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও ছেলে তামিমের বয়স সাত বছর। ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকা থেকে গত ৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তন্ময় বিশ্বাস (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। তন্ময় বিশ্বাস উত্তর টেপাখোলা এলাকার শ্যাম বিশ্বাসের ছেলে। বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। সালথা উপজেলার বড়দিয়া এলাকা থেকে ফিরোজ মাতুব্বর (২৪) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। গত ২ নভেম্বর সকালে সালথা থানা পুলিশ বাড়ির পাশের মেহগনি বাগান থেকে ফিরোজের গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করে। ফিরোজ বড়দিয়া গ্রামের ইউসুফ মাতুব্বরের ছেলে। পরিবারের দাবি, ফিরোজ ধারদেনা করে ওমান গিয়েছিল। সেখান থেকে তিন মাস পর বাড়িতে চলে আসে। বিভিন্ন জনের কাছ থেকে ধার নেওয়া টাকা দিতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে। ৮ নভেম্বর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া ট্রলার ঘাটের কাছে একটি গাছ থেকে সুজন খালাসী (৪০) নামের আরও এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন খালাসী সদরপুরের চর নাসিরপুর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের হযরত খালাসীর পুত্র। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। জেলার নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা এলাকার হালিম মাতুব্বরের মেয়ে বীনা আক্তার (২১) নিজ বাড়ির একটি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে ৯ নভেম্বর বিকালে। প্রেমিকের সঙ্গে অভিমান করে এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানান তার স্বজনেরা। এদিকে, একই দিন সকালে সালথা উপজেলার গট্রি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের কানাইলাল রায়ের একমাত্র ছেলে হৃদয় রায় (১৬)। সে ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
ফরিদপুরে দুই মাসে ৩০ জনের আত্মহত্যা
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর