মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

তালা ভাঙার পর খুলে ফেলা হলো দরজা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা ছাত্রলীগের কার্যালয়ের তালা ভাঙার পর এবার খুলে ফেলা হলো দরজা। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা গতকাল এ কাণ্ড ঘটান। জানা যায়, জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিকালে কার্যালয়ে আসেন। তারা তালা ও দরজা ভেঙে ভিতরে ঢুকে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে টেম্পল রোডে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা ছাত্রলীগের কার্যালয়ের দরজা নিয়ে পাশের টাউন ক্লাবে রেখে দেন। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, আমরা দলীয় কার্যালয়ে আলোচনা সভা করার জন্য প্রবেশ করি। কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর সবাই চলে আসি। দরজা ভাঙার বিষয়ে কিছু জানি না। এর আগে রবিববার বগুড়ায় কাক্সিক্ষত পদ না পাওয়া নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ ও সমাবেশ করেন।

এ সময় তারা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে অযোগ্য ঘোষণা করে কমিটি বাতিলের দাবি জানায়। সমাবেশ শেষে দ্বিতীয়বারের মতো জেলা ছাত্রলীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। উল্লেখ্য, ৭ নভেম্বর কেন্দ্র থেকে ৩০ সদস্যের বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই কাক্সিক্ষত পদ না পেয়ে বিক্ষোভ শুরু করেন একাংশের নেতা-কর্মীরা। নতুন কমিটি বাতিল দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তারা।

সর্বশেষ খবর