সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ছুটির শেষ দিনে পর্যটকে টইটম্বুর সাগরকন্যা কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ছুটির শেষ দিনে পর্যটকে টইটম্বুর সাগরকন্যা কুয়াকাটা

বড়দিনসহ তিন দিনের ছুটির শেষ দিনে পর্যটকে টইটম্বুর সাগরকন্যা কুয়াকাটা। পর্যটন স্পষ্টগুলো দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত -বাংলাদেশ প্রতিদিন

বড়দিনসহ তিন দিনের ছুটির শেষ দিনে পর্যটকে টইটম্বুর সাগরকন্যা কুয়াকাটা। পর্যটন স্পষ্টগুলো দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত। ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল, রেস্তরাঁসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ  বেশ কয়েকটি টিম কাজ করছে। জানা যায়, কুয়াকাটায় ছোট-বড় ১৫০টির বেশি  হোটেল রয়েছে। যার ধারণক্ষমতা প্রায় ১৫-২০ হাজার। এবার তিন দিনের ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছে। পর্যটক মাসুম বিল্লাহ বলেন, তিন দিনের ছুটি পেয়ে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় এলাম। বেশ আনন্দ উল্লাস করেছি। শুঁটকি মার্কেট, লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনাসহ এখানকার সবকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। ভালোই লেগেছে। পর্যটক ফারুক হোসাইন বলেন, এর আগেও কুয়াকাটায় এসেছি। এবার রুম না পেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাই ভাড়াটা একটু বেশি গুনতে হয়েছে। এ ছাড়া এখানে খাবার দাবারের মান তেমন ভালো ছিল না বলে এই পর্যটকের আভিযোগ।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, আগত পর্যটকদের উদ্দেশে গড়ে ওঠা প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের এখন দম ফেলার সুযোগ নেই। পদ্মা সেতু চালু হওয়ার পর বেশ জমজমাট

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, বড়দিনসহ তিন দিনের ছুটিতে আগত পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের টিম দর্শনীয় স্পটগুলোতে মোতায়েন রয়েছে। এ ছাড়াও সৈকত পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মো. আবুল খায়ের বলেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ খবর