সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আইনজীবীদের আদালত বর্জন

বিচারকের আপত্তিকর মন্তব্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনজীবী এবং ব্রাহ্মণবাড়িয়া বার অ্যাসোসিয়েশন নিয়ে আপত্তিজনক মন্তব্য করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুকের আদালত বর্জন শুরু করেছেন  আইনজীবীরা। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে আইনজীবীরা উল্লিখিত আদালত  বর্জন করেন। আইনজীবীরা জানান, ওই বিচারককে প্রত্যাহার না করা পর্যন্ত তারা ওই আদালত বর্জন করবেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এজলাসে উঠলেও আইনজীবীরা গতকাল ওই আদালতের কোনো কার্যক্রমে অংশ না নিয়ে আদালত বর্জন করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভূইয়া বলেন, ওই কোর্টের বিজ্ঞ বিচারক ব্রাহ্মণবাড়িয়া বার সমিতি এবং আইনজীবীদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর