মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্থগিত পাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন স্থগিত করেছেন। অ্যাসোসিয়েশনের দুই গ্রুপ পৃথক নির্বাচন কমিশন গঠন করে আলাদা তফসিল ঘোষণা করলে এই পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন এক নোটিসের মাধ্যমে গতকাল দুটি নির্বাচনই স্থগিত এবং গঠিত নির্বাচন কমিশন বাতিল করেন। কামাল হোসেন বলেন, একটি সংগঠনের দুটি নির্বাচন কমিশন গঠন ও পৃথক নির্বাচনী তফসিল ঘোষণা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র পরিপন্থী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করেছে।

একই সঙ্গে উভয় নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, একপক্ষ ১৪ ফেব্রুয়ারি এবং অপরপক্ষ ২৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে পৃথক নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল।

 

সর্বশেষ খবর