কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার একটি ইউনিয়নে নদীর ওপর সেতু না থাকায় ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। দুই যুগ ধরে কষ্টে যাতায়াত করছেন কয়েক হাজার মানুষ। বিকল্প হিসেবে চলাচলে এখন তাদের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ও রৌমারী উপজেলার লাঠিয়াল ডাঙা সড়কের জিনজিরাম নদীর ওপর একটি সেতুর অভাবে বিভিন্ন কৃষিপণ্য আনা-নেওয়ায় গুণতে হচ্ছে বাড়তি টাকা। দীর্ঘদিন এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নজর নেই। দুর্ভোগ কমাতে নদীর ওই স্থানে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। জানা যায়, লাঠিয়াল ডাঙা সড়কের বালিয়ামারী নামক এলাকায় জিনজিরাম নদীর ওপর নির্মিত সাঁকোটিরও বর্তমানে নড়বড়ে অবস্থা। প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যরে এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎপাদিত কৃষিপণ্য মাথায় নিয়ে পারাপার হচ্ছেন অনেকে। বালিয়ামারী নয়াপাড়া গ্রামের চান মিয়া বলেন, আমি নদীর ঘাটের ইজারা নিয়েছি। বর্ষা মৌসুমে খেয়া নৌকা চালিয়ে মানুষকে পারাপার করি। আর শুষ্ক মৌসুমে এ বাঁশের সাঁকো স্বেচ্ছায় নির্মাণ করে দিয়েছি। দীর্ঘ ২৪ বছর ধরে মানুষ খুব কষ্টে এ পথে যাতায়াত করছেন। বকবান্ধা, খেওয়ার চর, আলগার চর, লাঠিয়াল ডাঙা, বংশীভিটা, বাগানবাড়ি, বালিয়ামারী বাজারপাড়া, ব্যাপারীপাড়া, পশ্চিমপাড়া, মন্ডলপাড়া, নয়াপাড়া, শিবেরডাঙ্গী ও চর লাঠিয়ালডাঙা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এ সাঁকো দিয়ে চলাচল করেন। বালিয়ামারী গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী বশির আলম বলেন, বাঁশের সাঁকো দিয়ে এ অঞ্চলের বৃদ্ধ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নদী পারাপার করেন। যে কোনো রোগীকে সাঁকোর ওপর দিয়ে নিতে খুব দুর্ভোগে পড়তে হয়। বাধ্য হয়ে এখানকার মানুষ ঝুঁকি নিয়ে এ রাস্তা ব্যবহারসহ সাঁকো পার হচ্ছেন। মাঝে মধ্যে সাঁকোর খুঁটি ও মাঁচা ভেঙে ঘটে দুর্ঘটনা। সেতু নির্মাণ না হওয়ায় উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত টাকা খরচ এবং ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষক। রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস জানান, এলাকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে এখানে দ্রুত সেতু নির্মাণ করা প্রয়োজন। রাজিবপুর উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতুর তালিকা দিয়েছি। অনুমোদন পেলে নির্মাণ কাজ শুরু করা হবে।
শিরোনাম
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার