বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই

------- ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, একটি শিক্ষিত জাতি একটি দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যায়। সেই লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে ও শিক্ষিত জাতি গড়তে শিক্ষাঙ্গনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ও উন্নয়ন করেছেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে হলে আধুনিক শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। গতকাল দিনাজপুর একাডেমি স্কুলে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ।

সর্বশেষ খবর