বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম কমানোর দাবি

মাগুরা প্রতিনিধি

চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও মাগুরা টেক্সটাইল মিল চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখা। গতকাল দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব¡ করেন অধ্যক্ষ কজী নজরুল ইসলাম ফিরোজ।

 এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ টি এম আনিছুর রহমান, বাসদের জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু ও বাসদ জেলা কমিটির সদস্য ভোবতোষ বিশ্বাস জয়। সমাবেশে বক্তারা, অবিলম্বে চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পাশাপাশি শ্রমজীবী মানুষের মাঝে আর্মি রেটে রেশন বরাদ্দের দাবি জানান। একই সঙ্গে জেলায় কর্ম সংস্থান সৃষ্টির জন্য মাগুরা টেক্সটাইল মিলটি চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর