হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্নাবাজার এলাকায় আগুনে অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রত্নাবাজারে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পবিত্র শবে বরাতের রাত হওয়ায় রত্নাবাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ ছিল।