গাজীপুরে ভেজাল পণ্য উৎপাদনের দুটি কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। কারখানা দুটি থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য এবং পানীয়। এ ঘটনায় গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে কারখানামালিক, ম্যানেজার, ডিপোমালিক, ল্যাব টেকনিশিয়ান, ডিলার, সরবরাহকারী ও কর্মচারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন, খাইরুল ইসলাম বুলবুল, হাফিজুর রহমান, খবির উদ্দিন, জীবন রহমান, মোশারফ হোসেন, রবিউল ও মাসুদ রানা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার ইব্রাহীম খান গতকাল প্রেস ব্রিফিংয়ে জানান, কয়েকদিন আগে সিটি করপোরেশনের আধেপাশা এলাকার এক শিশু লিমন ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির তৈরি গ্রিন স্টার ড্রিংকি লিচি জুস খায়। এ জুস খাওয়ার কয়েক মিনিট পর তার পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সন্তানের অবস্থা খাপার দেখে বাবা চিকিৎসকের শরণাপন্ন হন। বিষয়টি জানিয়ে জিএমপির গাছা থানা পুলিশের কাছে অভিযোগ করেন শিশুর বাবা। এরপর ওই কোম্পানির ম্যাংগো জুস, অরেঞ্জ জুসসহ বিভিন্ন শিশুখাদ্য খেয়ে অসুস্থ্য হওয়ার একাধিক অভিযোগ আসে পুলিশের কাছে। এর পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা শাখা ও গাছা থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সমন্বয়ে একাধিক টিম রাজধানলি বসিলা এবং আমুলিয়া এলাকায় দুটি ভেজাল ও নকল শিশুখাদ্য ও পানীয় তৈরির কারখানার সন্ধান পায়। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের কামারজুড়ি, আমুনিয়া এবং ঢাকার বসিলা, বেরাইদ, শনির আখড়ায় অভিযান চালিয়ে ভেজাল পণ্যসহ ১০ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত