গাজীপুরে ভেজাল পণ্য উৎপাদনের দুটি কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। কারখানা দুটি থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য এবং পানীয়। এ ঘটনায় গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে কারখানামালিক, ম্যানেজার, ডিপোমালিক, ল্যাব টেকনিশিয়ান, ডিলার, সরবরাহকারী ও কর্মচারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন, খাইরুল ইসলাম বুলবুল, হাফিজুর রহমান, খবির উদ্দিন, জীবন রহমান, মোশারফ হোসেন, রবিউল ও মাসুদ রানা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার ইব্রাহীম খান গতকাল প্রেস ব্রিফিংয়ে জানান, কয়েকদিন আগে সিটি করপোরেশনের আধেপাশা এলাকার এক শিশু লিমন ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির তৈরি গ্রিন স্টার ড্রিংকি লিচি জুস খায়। এ জুস খাওয়ার কয়েক মিনিট পর তার পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সন্তানের অবস্থা খাপার দেখে বাবা চিকিৎসকের শরণাপন্ন হন। বিষয়টি জানিয়ে জিএমপির গাছা থানা পুলিশের কাছে অভিযোগ করেন শিশুর বাবা। এরপর ওই কোম্পানির ম্যাংগো জুস, অরেঞ্জ জুসসহ বিভিন্ন শিশুখাদ্য খেয়ে অসুস্থ্য হওয়ার একাধিক অভিযোগ আসে পুলিশের কাছে। এর পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা শাখা ও গাছা থানা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সমন্বয়ে একাধিক টিম রাজধানলি বসিলা এবং আমুলিয়া এলাকায় দুটি ভেজাল ও নকল শিশুখাদ্য ও পানীয় তৈরির কারখানার সন্ধান পায়। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের কামারজুড়ি, আমুনিয়া এবং ঢাকার বসিলা, বেরাইদ, শনির আখড়ায় অভিযান চালিয়ে ভেজাল পণ্যসহ ১০ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
কারখানা মালিকসহ গ্রেফতার ১০
বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর