ময়মনসিংহের হালুয়াঘাটে সড়কের পাশ থেকে বাদশা মিয়া (৪৫) নামের এক অটোচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। বাদশা মিয়া পশ্চিম বালিচান্দা গ্রামের মোস্তফার ছেলে।
হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এলাকাবাসী ও পুলিশ জানায়, বাদশা ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। বুধবার সন্ধ্যায় ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পুলিশের ধারণা, চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে চোর চক্র।