নবাগত শিক্ষার্থীদের নিজ গ্রুপে যুক্ত করা নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ছাত্রাবাসের নিচতলার পাঁচটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতরা হলেন- দ্রুব, অনিক, শুভ, হৃদয়, ইমতিয়াজ, রেজা, ফুয়াদ ও অমিয়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, ২০২৩ সালে মেডিকেলে সুযোগ পাওয়া (৩২ ব্যাচের) শিক্ষার্থীরা ভর্তি হতে ২৮ মার্চ ক্যাম্পাসে আসেন। এ সময় ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনির অনুসারীরা নবাগত ছাত্রদের নিজ নিজ গ্রুপে যুক্ত করতে তৎপরতা শুরু করেন। এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ২৯ মার্চ বুধবার বিকাল থেকে দ্বন্দ্ব শুরু হয়। রাত ১০টার পর দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টা চলে ধাওয়া-পাল্টাধাওয়া। সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।