বগুড়ায় যাত্রী সেজে বাসে ১৯ লাখ টাকার হেরোইন নিয়ে যাওয়ার পথে এক যুবককে আটক করেছে র্যাব। গত বুধবার সদর উপজেলার গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রাসেল ইসলাম (২৫) রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ী এলাকার মজিবুর রহমানের ছেলে। র্যাব-১২ উপপরিচালক পুলিশ সুপার মীর মনির হোসেন জানান রাজশাহী থেকে বাসে যাত্রী সেজে একজন হেরোইন নিয়ে রংপুর যাচ্ছিলেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোকুল এলাকায় চেকপোস্ট বসান।