রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা হয়েছে। গতকাল বিকালে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের দক্ষিণপাড়া রাধাগোবিন্দ মন্দিরে এই পূজা হয়। মেলা ও চড়ক উৎসব দেখতে সেখানে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমগম ঘটে।

দুজন চড়ক সন্ন্যাসী শূন্যে ঘুরছেন দড়িতে ঝুলে। তাদের পিঠের চামড়ায় গাঁথা বড় চারটি বড়শি। চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি। বাজছে ঢাকঢোল। ঘুরানো হচ্ছে কাঠের দ টি। আর তাতেই ঝুলে চারদিকে চক্কর খেলেন মিলন সরকার এবং শিমুল। তারা সঙ্গে ফুল-জল, আরবি, কলা-বাতাসা, শসা প্রসাদ হিসেবে ভক্তদের উৎসর্গ করছেন। উৎসবের আয়োজক কমিটির সভাপতি নিত্যানন্দ গোপাল বলেন, আমরা দুই বছর ধরে এই চড়ক উৎসব করে আসছি। এ উপলক্ষে মেলা শুরু হয়েছে। হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী গ্রামীণ মেলায় আসছে।

সর্বশেষ খবর