বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ধানখেত থেকে নিখোঁজের ১০ ঘণ্টা পর মালেক সরদার (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চেঙ্গা মহল্লা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। মালেক ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে। সে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগি দোকানের কর্মচারী ছিল।