লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামের হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বিকালে জেলা যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় নোমান ও রাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন নেতা-কর্মীরা। সদর উপজেলা পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী প্রমুখ।