বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

ওষুধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীদের গায়ের দামে ওষুধ বিক্রিতে বাধ্য না করা ও সাধারণ জনগণকে ওষুধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- মানববন্ধনের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার পারভেজ মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড লিংকের সভাপতি খায়রুল ইসলাম রোমন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী, মানবাধিকার সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান শেখ প্রমুখ।

 আমরা কজনের সমন্বয়কারী আলীম হায়দার তুহিন, উই কেয়ারের সমন্বয়কারী সঞ্জয় সাহা, পজেটিভ ফরিদপুরের সমন্বয়কারী তুহিন আলমগীর, মুক্ত সমাজের সমন্বয়কারী রাজিব শেখ ও সাধারণ জনগণ আওয়াল শেখসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। এ সময় বক্তারা বলেন, কিছু দিন আগেও ফরিদপুরে সব শ্রেণিপেশার মানুষ ওষুধ ক্রয় করার সময় ৫ থেকে ১০ শতাংশ হারে ছাড় পেতেন। কিন্তু বর্তমানে ড্রাগ সমিতির একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে সেই কমিশন বন্ধ করে দেয় এবং সাধারণ জনগণকে প্যাকেটের গায়ের দামে ওষুধ ক্রয় করতে বাধ্য করছেন। এ সময় বক্তারা আরও বলেন, কোনো ওষুধ ব্যবসায়ী কারও কাছ থেকে ওষুধের দাম কম রাখলে তাকে জরিমানা প্রদানসহ লাইসেন্স বাতিলেরও হুমকি প্রদান করা হচ্ছে। ফলে জেলার সাধারণ মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর তাই অতি দ্রুত ড্রাগ সমিতির এ সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান বক্তরা। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতাদের আশ্বাস্ত করে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, অতি দ্রুত ড্রাগ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এর সঠিক সমাধান করবেন।

সর্বশেষ খবর