লালমনিরহাটের আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিম্নমানের কাজ বন্ধের নির্দেশ দিলেও তা শুনছেন না সংশ্লিষ্ট ঠিকাদার। জানা যায়, রোগীর সেবা নিশ্চিত করতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা হয়। হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক ও পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন সংস্কার করতে প্রকল্প গ্রহণ করে স্বাস্থ্য প্রকৌশল দফতর। এ কাজের বিপরীতে প্রায় ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পান নুরজাহান স্টোর নামে কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুতেই নিম্নমানের ইট-বালু ব্যবহার করায় কাজ বন্ধ করে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে, পরদিন (৩০ এপ্রিল) সংস্কার কাজের তদারকি কর্মকর্তা এসে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। তদারকি কর্মকর্তা চলে যাওয়ার পর ওই সামগ্রী দিয়েই পুনরায় কাজ শুরু করলে স্থানীয়রা কাজের স্টিমেট দাবি করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার স্টিমেট দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা আবার কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় ওই দিন স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে থানায় ফোন দিয়ে পুলিশের সহায়তা চান ঠিকাদার। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের দাবি তুলে ধরে নিম্নমানের সামগ্রী সরাতে বলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধের পরও কাজ চালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান নুরজাহান স্টোরের ম্যানেজার হাবিব মিয়া বলেন, প্রথম দিকে কিছু ইট-বালু নিম্নমানের ছিল। এসব দিয়ে করা কাজ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে ভেঙে নতুনভাবে করা হচ্ছে। নিম্নমানের সব সামগ্রী সরানো হবে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ হোসেন বলেন, স্বাস্থ্য ও প্রকৌশল দফতরকে বিষয়টি জানানো হয়েছে। এরপরও নিম্নমানের কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। আদিতমারী থানার ওসি মোজ্জাম্মেল হোসেন বলেন, নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেছেন। ঠিকাদারের লোকজনের ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।
শিরোনাম
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন