লালমনিরহাটের আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিম্নমানের কাজ বন্ধের নির্দেশ দিলেও তা শুনছেন না সংশ্লিষ্ট ঠিকাদার। জানা যায়, রোগীর সেবা নিশ্চিত করতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা হয়। হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক ও পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন সংস্কার করতে প্রকল্প গ্রহণ করে স্বাস্থ্য প্রকৌশল দফতর। এ কাজের বিপরীতে প্রায় ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পান নুরজাহান স্টোর নামে কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুতেই নিম্নমানের ইট-বালু ব্যবহার করায় কাজ বন্ধ করে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে, পরদিন (৩০ এপ্রিল) সংস্কার কাজের তদারকি কর্মকর্তা এসে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। তদারকি কর্মকর্তা চলে যাওয়ার পর ওই সামগ্রী দিয়েই পুনরায় কাজ শুরু করলে স্থানীয়রা কাজের স্টিমেট দাবি করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার স্টিমেট দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা আবার কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় ওই দিন স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে থানায় ফোন দিয়ে পুলিশের সহায়তা চান ঠিকাদার। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের দাবি তুলে ধরে নিম্নমানের সামগ্রী সরাতে বলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধের পরও কাজ চালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান নুরজাহান স্টোরের ম্যানেজার হাবিব মিয়া বলেন, প্রথম দিকে কিছু ইট-বালু নিম্নমানের ছিল। এসব দিয়ে করা কাজ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে ভেঙে নতুনভাবে করা হচ্ছে। নিম্নমানের সব সামগ্রী সরানো হবে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ হোসেন বলেন, স্বাস্থ্য ও প্রকৌশল দফতরকে বিষয়টি জানানো হয়েছে। এরপরও নিম্নমানের কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। আদিতমারী থানার ওসি মোজ্জাম্মেল হোসেন বলেন, নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেছেন। ঠিকাদারের লোকজনের ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা