লালমনিরহাটের আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিম্নমানের কাজ বন্ধের নির্দেশ দিলেও তা শুনছেন না সংশ্লিষ্ট ঠিকাদার। জানা যায়, রোগীর সেবা নিশ্চিত করতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা হয়। হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক ও পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন সংস্কার করতে প্রকল্প গ্রহণ করে স্বাস্থ্য প্রকৌশল দফতর। এ কাজের বিপরীতে প্রায় ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পান নুরজাহান স্টোর নামে কুড়িগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুতেই নিম্নমানের ইট-বালু ব্যবহার করায় কাজ বন্ধ করে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে, পরদিন (৩০ এপ্রিল) সংস্কার কাজের তদারকি কর্মকর্তা এসে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। তদারকি কর্মকর্তা চলে যাওয়ার পর ওই সামগ্রী দিয়েই পুনরায় কাজ শুরু করলে স্থানীয়রা কাজের স্টিমেট দাবি করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার স্টিমেট দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা আবার কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় ওই দিন স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে থানায় ফোন দিয়ে পুলিশের সহায়তা চান ঠিকাদার। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের দাবি তুলে ধরে নিম্নমানের সামগ্রী সরাতে বলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধের পরও কাজ চালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান নুরজাহান স্টোরের ম্যানেজার হাবিব মিয়া বলেন, প্রথম দিকে কিছু ইট-বালু নিম্নমানের ছিল। এসব দিয়ে করা কাজ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে ভেঙে নতুনভাবে করা হচ্ছে। নিম্নমানের সব সামগ্রী সরানো হবে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ হোসেন বলেন, স্বাস্থ্য ও প্রকৌশল দফতরকে বিষয়টি জানানো হয়েছে। এরপরও নিম্নমানের কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। আদিতমারী থানার ওসি মোজ্জাম্মেল হোসেন বলেন, নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেছেন। ঠিকাদারের লোকজনের ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।
শিরোনাম
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারে নিম্নমানের সামগ্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর