নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী থেকে এক স্কুলছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী বর্তমানে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গতকাল বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জিলতলী ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে নেত্রকোনার খালিয়াজুরীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে খালিয়াজুরী নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতে পাঠানো হয়। ধর্ষণের ঘটনা ঘটে বুধবার দুপুরে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন।