বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে গতকাল সকালে ঘটনাস্থলে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পুনরায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, অগ্নিকান্ডে ৫৩টি ব্যবসা-প্রতিষ্ঠান পুরোপুরি পুড়ে গেছে। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নূরের নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগেই ৫৩টি দোকান পুরোপুরি পুড়ে যায়। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।

সর্বশেষ খবর