নাটোরের লালপুরে শিশু ধর্ষণ মামলায় রান্টু (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম গতকাল এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রান্টু লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের রাফিজ উদ্দিনের ছেলে।