নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, বিএনপি যতই হুংকার ছাড়ুক রাজপথে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। আগামীতে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপি পালানোর পথ পাবে না। সদর উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় গতকাল বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দাদপুর ইউনিয়নের খলিফারহাটে অনুষ্ঠিত এ পথসভা বিশাল জনসভায় পরিণত হয়। এই সভার মধ্য দিয়ে একরামুল করিম আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেন। এ সময় নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান। বক্তৃতা করেন- জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট প্রমুখ।
এমপিপুত্র সাবাব চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাওলা জিয়াউল হক লিটন, গুলজার আহম্মদ জুয়েল, অ্যাড. আলতাফ হোসেন, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মেম্বার প্রমুখ।