বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য পেয়ে দারুণ খুশি নিম্ন আয়ের মানুষ। তবে চিনি না পাওয়ায় হতাশার কথা জানিয়েছেন তারা। গতকাল দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

এ সময় সেখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, টিসিবি ডিলার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এবারে প্রত্যেক কার্ডধারীকে ৩৬০ টাকা প্যাকেজ মূল্যে ২ লিটার করে সয়াবিন তেল ২ কেজি করে মসুরের ডাল বিক্রয় করা হচ্ছে। এবারই প্রথম সয়াবিন তেলের সঙ্গে রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হচ্ছে কেউ নিতে চাইলে সেটিও নিতে পারছেন। তবে সরবরাহ না থাকায় এবারে চিনি দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিলার।

সর্বশেষ খবর