নারায়ণগঞ্জের খানপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাত ও মারধরে এক সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল ভোরে শহরের ডিসি বাংলোর সামনে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক হাসান মাহমুদ রিপন জানান, ‘ভোরে আমি এবং অপর এক যাত্রী চাষাড়া থেকে অটোরিকশায় সোনারগাঁয়ের উদ্দেশে রওনা হই। পথে খানপুর এলাকায় একটি মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। তারা আমার বাম হাতে ছুরিকাঘাত এবং ওই যাত্রীকে মারধর করে সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ছিনতাইকারীদের ইটের আঘাতে অটোচালকও আহত হন।’ নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।