নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া জামে মসজিদে ইমাম নিয়োগ কেন্দ্র করে গতকাল দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। স্থানীয় সূত্র জানায়, মসজিদ কমিটির পাঁচ সদস্যের মধ্যে চারজন একমত হয়ে স্থানীয় একজন হাফেজকে ইমাম হিসেবে নিয়োগ দেন। ক্যাশিয়ার মোতালেব হোসেন ও তার ভাইয়েরা এ সিদ্ধান্তে আপত্তি জানান। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মজিদ টিপু বলেন, নিয়ম মেনে ঈমাম নিয়োগ দেওয়া হলেও একজন সদস্য এককভাবে বিরোধিতা করেন এবং উত্তেজনা সৃষ্টি করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মসজিদের পাশাপাশি জমি নিয়ে পুরোনো বিরোধ ছিল। তারই জেরে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।