দেশের বাজারে পিঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে আবারও পিঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় দীর্ঘ আড়াই বছর পর মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৫ মেট্রিক টন ভারতীয় পিঁয়াজ আমদানি হয়েছে। এর আগে দেশে উৎপাদিত পিঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ২০২৩ সালের মার্চ মাস থেকে বেনাপোল দিয়ে পিঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়। স্থলবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাকে ১৫ মেট্রিক টন পিঁয়াজ বেনাপোল বন্দরে এসেছে।
আমদানি করা পিঁয়াজের মান পরীক্ষা করে গতকাল পিঁয়াজভর্তি ট্রাকের চালানটি খালাসের অনুমতি দেওয়া হয়।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, দেশে উৎপাদিত পিঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তৎকালীন সরকার পিঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে আমদানি ও পর্যাপ্ত মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। পরিস্থিাতি বিবেচনা করে বাজার নিয়ন্ত্রণে পিঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।