গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালের কণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। গতকাল দুপুরে কোটালীপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটল। এ ঘটনায় জড়িত সরকারি কর্মচারী ও বিএনপির নেতারা যুক্ত রয়েছেন।
দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হবে।