চট্টগ্রামের লোহাগাড়ার আল হেলাল মডেল হিফজ মাদরাসার এক ছাত্রকে যৌননিপীড়নের মামলায় শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মো. রিয়াদ উদ্দিন (২৩)। তিনি লোহাগাড়ার আহমদ কবিরের ছেলে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। পরে সাজা পরোয়ানামূলে ফের কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মাদরাসা শিক্ষক মো. রিয়াদ উদ্দিন নয় বছর বয়সি এক ছাত্রকে প্রায়ই যৌননিপীড়ন করতেন। ওই ছাত্র মাদরাসার আবাসিক হলে থাকত। একদিন তার মা দেখা করতে গেলে মন খারাপের কারণ জানতে চাইলে শিশুটি সব খুলে বলে। একই সঙ্গে জানায়, তার অন্য দুই সহপাঠীর সঙ্গেও ওই শিক্ষক একই কাজ করতেন। তাকে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখানো হতো। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয় শিক্ষক রিয়াদ উদ্দিনকে। একই বছরের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন তদন্ত কর্মকর্তা। ২০২৩ সালের ৯ অক্টোবর অভিযোগ গঠন করা হয় এবং বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষ্য দেন।