গাজীপুরে আগুনে পুড়ে গেছে আটটি মুদি দোকান ও একটি ঝুটের গুদাম। গতকাল ভোরে সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘চাচা ভাতিজা এন্টারপ্রাইজ নামে একটি ঝুট গুদামে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’