ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। গতকাল সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করেছে বিএসএফ। সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা কিশোর-কিশোরীদের বাড়ি পাবনা, গাজীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, নরসিংদী, লক্ষ্মীপুর, খুলনা, নড়াইল, লালমাটিয়া ও বাগেরহাট জেলার।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় এদের হস্তান্তর করা হয়েছে।