বাগেরহাটের ফকিরহাটে দুই কেজি গাঁজাসহ নূপুর আক্তার (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী দূরপাল্লার বাস থেকে মাদকসহ তাকে আটক করা হয়। নূপুর আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী। ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম জানান, পুলিশ তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ নূপুর আক্তারকে আটক করে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের মামলা রয়েছে। মাদক আইনে মামলার পর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।