নাটোরের সিংড়ায় কলম বাজার এলাকায় গাঁজা বিক্রির সময় এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। গোপন খবরের ভিত্তিতে গতকাল সেনাবাহিনীর বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। আটক লাইলী আক্তারের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।