রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

যুবলীগ নেতার নেতৃত্বে ভাঙচুর আওয়ামী লীগ কার্যালয়

কুষ্টিয়া প্রতিনিধি

যুবলীগ নেতার নেতৃত্বে ভাঙচুর আওয়ামী লীগ কার্যালয়

কুষ্টিয়ার ভেড়ামারায় যুবলীগ নেতার নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। উপজেলার ধরমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া বাজারে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউপি সদস্য রহিদুল ইসলাম বুদুসহ দুজন আহত হয়েছেন। হামলার সময় চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। আহত দুজনকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগ সদস্য শরিফুজ্জামান নবাব বলেন, গত বৃহস্পতিবার রাতে একটি পারিবারিক গানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাদক সেবন করে মাতলামি করেন সাতবাড়িয়া গ্রামের মণ্ডলপাড়ার জিদান, রাসেল, রাজিব, শাহীন। এরপর তারা একটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় স্থানীয়রা তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এর জেরে শুক্রবার সন্ধ্যায় ধরমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে জিদান, রাসেল, রাজিব, শাহীনসহ কয়েকজন আওয়ামী লীগ অফিসে অতর্কিত হামলা করে। ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ হামলার ঘটনায় তিনি সম্পৃক্ত নন বলে দাবি করেন। তিনি বলেন, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুল আলম লালু এবং তার লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক। যারা হামলায় জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এটা আওয়ামী লীগের দলীয় কোনো কার্যালয় নয়। এটি একজনের ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুর ও হামলার ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর