বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

আমদানির খবরে পাবনায় কমেছে পিঁয়াজের দাম

পাবনা প্রতিনিধি

দেশের বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের স্বার্থরক্ষায় পিঁয়াজ আমদানির ঘোষণার পরই পাবনার বাজারে প্রভাব পড়েছে। পাবনার হাটবাজারগুলোতে কমতে শুরু করেছে পিঁয়াজের দাম। যে পিঁয়াজ প্রতি কেজি ৯০ টাকা বিক্রি হয়েছে আমদানির একদিন পর গতকাল তা বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। জানা গেছে, বন্দর এলাকা হিলি, ভোমড়া, বেনাপোল বন্দর দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে ভারত থেকে আমদানিকৃত পিঁয়াজ। তবে এখনো পাবনার বাজারগুলোতে না আসলেও বাজারে এর প্রভাব পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় ভারতের পিঁয়াজ ঢোকার খবরে পিঁয়াজ ভাণ্ডার খ্যাত জেলা পাবনায় আরেক দফায় কমেছে পিঁয়াজের দাম। দাম আরও কমার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছেন চাষিরা। পাবনার বেশকিছু পিঁয়াজ হাট ঘুরে দেখা যায়, প্রতিদিন একটু একটু করে কমছে পিঁয়াজের দাম। তবে ভারত থেকে আসা পিঁয়াজের খবরে বড় দরপতন ঘটেছে হাটগুলোয়। এতে চাষিরাও হাটে পিঁয়াজ কম আনতে শুরু করেছেন। কেউ কেউ বিক্রি করতে এনেও ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল পাবনার বড় পিঁয়াজের হাট হাজিরহাটে গিয়ে দেখা যায়, ভোরে গাড়ি এবং বস্তা মাথায় করে পিঁয়াজ নিয়ে হাটে আসছেন চাষিরা। দেশি ভালো পিঁয়াজ প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। যার প্রতি কেজি দর দাঁড়ায় ৬০ থেকে সাড়ে ৬২ টাকা। অন্যদিকে এ পিঁয়াজ প্রতি মণ খুচরা বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ২৮০০ টাকায়।

সর্বশেষ খবর