টঙ্গীতে ছিনতাইরোধে লাঠি বাঁশ নিয়ে রাতভর পাহারা দেন এলাকাবাসী। ৫৪ নম্বর ওয়ার্ডবাসী বুধবার রাতভর এ পাহারা দেন। সরেজমিন জানা যায়, টঙ্গীর বিভিন্ন এলাকায় হঠাৎ ছিনতাই বেড়েছে। সন্ধ্যার পর ছিনতাইকারীদের দখলে চলে যায় বিভিন্ন এলাকা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল মোল্লা বলেন, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়েছে। তাই এসব এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে ছিনতাইরোধে রাতভর পাহারা দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, কমিউনিটি পুলিশের কর্মীরা ছিনতাইরোধে কাজ করছে।