নেত্রকোনার কলমাকান্দায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের খেতে অতিরিক্ত আগাছানাশক ও কীটনাশক ছিটিয়ে ১ একর জমির বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আশরাফুল আলম পাঁচজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় অভিযোগ দিয়েছেন। উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের দক্ষিণ গোড়াগাঁও গ্রামে গত বুধবার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার থানায় মামলার পর গতকাল বিষয়টি জানাজানি হয়। অভিযুক্তরা হলেন- দক্ষিণ গোড়াগাঁও এলাকার খোরশেদ আলম, নুরুল ইসলাম, রাসেল মিয়া, উত্তর গোড়াগাঁও গ্রামের অমিত হোসেন ও ছাব্বির হোসেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ১ একর ৬০ শতক জমিতে আশরাফুল আলম ১০ মণের বেশি ধানের বীজ বপন করেছিলেন। এ জমির বীজতলা দিয়ে ৩০ একরে চারা রোপণের লক্ষ্য ছিল তার। ২০-২৫ দিন পর বীজতলার চারা রোপণের উপযুক্ত হয়ে উঠত। এ অবস্থায় গত বুধবার সকালে বীজতলায় অতিরিক্ত আগাছানাশক ও কীটনাশক ছিটিয়ে চারা ঝলসে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বীজতলায় আগাছানাশক ও কীটনাশক প্রয়োগ কারায় চারা নষ্ট হয়েছে। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।