হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাহিদুল হক গতকাল রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের শাকিল আহমেদ (২২) ও সালাউদ্দিন (২০)। ধর্ষণের ঘটনা ঘটে ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামে। এদিকে লক্ষ্মীপুর ইয়াবাসহ গ্রেফতার হওয়া হাফিজ উল্যাহ ওরফে বাহাদুর মাঝিকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম গতকাল এ রায় দেন।