খুলনার খালিশপুরের বাস্তুহারা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হালিমা খাতুনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল থানায় মামলার পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়। হত্যাচেষ্টার ঘটনার আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশকে বাধা দেওয়া ও হামলার ঘটনা ঘটে। ওসি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।