বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জসহ দেশে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে শোকসভায় আন্দোলনে নিহতদের বীরত্বগাথার বিভিন্ন দিক আলোচনা করে গণতান্ত্রিক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলতে আহ্বান জানানো হয়। দোয়া মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। ছাত্রদের প্রতি সবক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তৃতা করেন, ফরিদুর রহমান খান, অধ্যক্ষ কামরুল হুদা, রাফিয়া খান, আসিফুর রহমান প্রমুখ।